বগুড়া জেলা আ’লীগ সভাপতির উদ্যোগে ধুনটে আর্থিক সহায়তা প্রদান
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর উদ্যোগে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের দুস্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর উদ্যোগে ধুনটে দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের দুস্থ মানুষকে এসব সহায়তা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।