
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার ধুনট মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি,
যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, আ’লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, সিরাজুল হক লিটন প্রমূখ।






