স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ঈদে নতুন কাপড় পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েছে বগুড়ার ধুনট উপজেলার নদী ভাঙ্গন কবলিত কয়েক শতাধিক মানুষ। বার বার নদী ভাঙ্গনের শিকার হয়ে বাধে আশ্রিত মানুষেরা এবার ঈদে পড়তে পারবেন নতুন কাপড়।
বানিয়াজান বাধে আশ্রিত বিধবা রহিমা বেওয়া বলেন, ‘বার বার নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে এখন বাধে আশ্রয় নিয়ে জীবন যাপন করছি। কখনো ভাবিনি ঈদে নতুন কাপড় পড়তে পারব।’
একইভাবে নতুন কাপড় পেয়ে আনন্দে উচ্ছ্বসিত বৃদ্ধ অবিরুন বেগম বলেন, ‘দুটি মাত্র ছেঁড়া কাপড় পড়ে থাকতাম। নতুন কাপড় দেয়ায় তাগোরে (তাদের) জন্য দোয়া করুম।’
মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের সৌজন্যে ঈদে নতুন কাপড় পেয়ে বিধবা রহিমা বেওয়া ও বৃদ্ধ অবিরুন বেগমের মতো শতাধিক মানুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান নিজে উপস্থিত থেকে এসব কাপড় বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি প্রমূখ।