আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে পাঁচগাছি বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ২৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে অবস্থিত পাঁচগাছি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।
তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এইবারও কিছু অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্দ্যেগ। ইনশাআল্লাহ প্রতিবছরই অসহায় মানুষের কথা ভেবে এই বিতরণ কাজ চালিয়ে যাবো।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মান্নান, সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ ছাব্বির রহমান সহ প্রমূখ।







