স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার যমুনা নদীর তীরে দীর্ঘদিন পর এবারের ঈদে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। দেখা গেছে, কেউবা মাইক্রোবাস, কেউ সিএনজি, অটোরিকশা, ব্যাটারী চালিত ভ্যান এবং শত শত মোটরবাইক নিয়ে এসেছে সারিয়াকান্দির বাধ এবং ধুনট উপজেলার শিমুলবাড়ী ও শহড়াবাড়ি বাধ ও স্পারে। বন্ধু-বান্ধবী এবং পরিবার পরিজনে মুখরিত হয়ে উঠেছে যমুনার পাড়।
ঈদ উপলক্ষে যমুনার তীরে বসেছে শরবত, চটপটি ও বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। দূর দূরান্ত থেকে ছুটে এসে অনেকেই ধুনট উপজেলার যমুনা নদীতে নৌকায় ঘুরছিলেন, কেউবা নদীর পাড়ে বসে গল্প করছিলেন। দর্শণার্থী বগুড়া শহরের রবিউল হাসান জানান, পরিবার নিয়ে ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে।
ধুনট উপজেলার বানিয়াজান স্পারের ঘুরতে আসা শিশু সনম ও লাবণ্য জানায়, মামা বাড়ীতে এসেছি। তাই যমুনায় বেড়াতে চলে এসেছি মামা, দাদুকে নিয়ে। কিন্তু ধুলো বালির রাস্তায় ভোগান্তির পর নৌকা উঠে যমুনা নদীতে অনেক্ষণ ঘুরলাম।