বগুড়ায় উল্টো পথে গাড়ী

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় উল্টো পথে গাড়ি চালানোর সময় ধরা পড়ায় তৌহিদ নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে মাহমুদ হাসান আপেল নামে যুবলীগ নেতার বিরুদ্ধে। রবিবার বিকেলে মোকামতল মহাসড়কে এই ঘটনা ঘটে।

অভিযুক্তের মাহমুদ হাসান আপেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা এবং মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, এর আগে স্থানীয় এক সাংবাদিককে মারপিটের অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যাংকের চেক জালিয়াতির একটি মামলায় ২০২২ সালের অক্টোবরে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উল্টোদিক থেকে আসার কারনে তাকে দাড় করানো হয়। এসময় ‘যুবলীগ নেতা আপেল ওই কনস্টেবলের কলার ধরে টানাটানি ও ধাক্কাধাক্কি হয়। আপেলের মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আপেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, যুবলীগ মাহমুদ হাসান আপেল রবিবার দুপুর ১টার দিকে সোনাতলার দিক থেকে হায়েস মাইক্রোবাস নিয়ে মোকামতলা বন্দরে এসে মহাসড়কে ওঠার পর উল্টো দিকে রংপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় সেখানে হাইওয়ে পুলিশের কনস্টেবল তৌহিদ তাকে গাড়ি থামানোর সংকেত দেন। এ সময় যুবলীগ নেতা আপেল তার মাইক্রোবাস থেকে বের হয়ে এসে পুলিশ কনস্টেবল তৌহিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি পুলিশ কনস্টেবল তৌহিদকে ধাক্কা দেন এবং তার ইউনিফর্মের কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় স্থানীয় জনগণ সেখানে ছুটে গিয়ে কনস্টেবল তৌহিদকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। পরে অবস্থা বেগতিক দেখে যুবলীগ নেতা আপেল সটকে পড়েন। এরপর পুলিশ তার মাইক্রোবাসটি জব্দ করে স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে রাখে।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা মাহমুদ হাসান আপেলের মোবাইল ফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।