
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুঁড়িগাতী চারমাথা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, শনিবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পাশ^বর্তী রায়গঞ্জ ও ধুনট ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূহুর্তেই তিনটি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো- কুঁড়িগাতি গ্রামের মনোহারী ও ইলেক্ট্রনিক ব্যবসায়ী মাহবুবুর রহমান, কাঁচামাল ও মসলা ব্যবসায়ী আবু সাঈদ এবং ঔষধ ফার্মেসী ব্যবসায়ী শাহিন আলম।
এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামছুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।