ধুনটে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বী ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাব্বী ইসলাম ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া দক্ষিনপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, রাব্বী ইসলাম দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ধুনট থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।