স্বামীর পুরুষাঙ্গ কাটায় সাবেক স্ত্রী গ্রেফতার

অনুসন্ধানবার্তা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কাটায় সাবেক স্ত্রী সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করেছেন

ওই যুবকের নাম সারোয়ার (৩৫)। আর এঘটনায় গ্রেফতারকৃতরা হলো- সারোয়ার এর সাবেক স্ত্রী মোসা: ফরিদা ইয়াসমিন (২৮) ও পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান জানান, সরোয়ার দুবাই প্রবাসী ছিলেন। বিদেশ থাকাকালীন অবস্থায় সরোয়ারের সঙ্গে ফরিদা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা উভয় পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের কিছুদিন যেতেই ভুক্তভোগী সারোয়ার বাংলাদেশে ফিরে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও আরেকটি বিয়ে হয়েছিল। সে পরিবারে দুটি সন্তান রয়েছে। এসব তথ্য জানার পর একপর্যায়ে সারোয়ার তার সাবেক স্ত্রীকে তালাক প্রদান করে সম্পর্ক ছিন্ন করেন।

পরবর্তীতে গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ১১ টায় আসামি ফরিদা ইয়াসমিন সারোয়ারকে কথা আছে বলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লার শামসুদ্দিন স্কুলের পাশে দুই নং আসামির বাসায় ডেকে নিয়ে যান। বাসায় প্রবেশের পরপরই ফরিদা ইয়াসমিন তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেন।

একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তার লিঙ্গ কেটে ফেলা হয়। তারপর আরেক সহযোগী দ্বিতীয় আসামি সারোয়ারকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেই তারা দুজন সাথে সাথে পালিয়ে যান।

এঘটনায় সারোয়ারের বাবা বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুরুষাঙ্গ কাটার ঘটনায় সারোয়ারের সাবেক স্ত্রীসহ দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।