স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে সোলায়মান আকন্দ নামে এক কৃষকের ৩ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা।
প্রধান অতিথি হিসাবে ধান কাটা কর্মসুচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুৃর রাজ্জাক।
এসময় আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ প্রিন্স, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সম্পাদক আহসান হাবীব বাঁধন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরসহ দলীয় নেতৃবৃন্দ।