স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
আওয়ামীলীগ সরকার শ্রমিকদের শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করেছে দাবি করে বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে শ্রমিকেরা তাদের শ্রমের ন্যায্যমূল্য পেতে রাজপথে আন্দোলন করেছে। না খেয়ে মরতে হয়েছে। পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করেছে। সড়ক ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় কল-কারখানা স্থাপনের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড শ্রমিক কল্যাণ সঞ্চয় সমিতির আয়োজনে মহান মে দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান, আফসার আলী, শামীম মন্ডল, গোলজার হোসেন প্রমূখ।