স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার র্যালিটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা। শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন- বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ।
শ্রমিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। সভা পরিচালনা করেন- শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা। বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাঃ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম।
আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম সম্পাদক ছাত্রনেতা এম.আর ইসলাম স্বাধীন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা কৃষক দলের আহ্বায়ক- ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সাজ্জাদ সিরাজ জয়, জেলা শ্রমিক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরু, সিনিঃ সহ-সভাপতি সোহরাব হোসেন লাইজু, সিনিঃ যুগ্ম সম্পাদক সাইদুল কবির, যুগ্ম সম্পাদক শমসের আলী, সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব সামছুজ্জামান সামছু, যুগ্ম আহ্বায়ক বেলাল মন্ডল, ইমদাদুল হক সজল, সোহাগ, হায়দার, মাফরুজ্জামান ওমেক্স, সহিদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল প্রমূখ।