স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বাড়ির ছাদ বাগানে গাঁজা চাষ করায় গোলাম রাব্বানী (৪৫) নামে এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে গ্রেফতারকৃত ওই গাঁজা চাষির বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত গোলাম রাব্বানী ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোলাম রাব্বানী তার নিজের একতলা বাড়ির ছাদে তিনটি গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করে আসছিল। বুধবার (০৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ বাড়ির মালিক গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়। ওই তিনটি গাঁজার গাছের ওজন ছিলো ৩ কেজি ২০০ গ্রাম।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, বাড়ির ছাদ বাগানে গাঁজার চাষ করায় বাড়ির মালিককে গ্রেফতার করে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।