স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার মথরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের দরিদ্র কৃষক নজরুল ইসলামের ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত তারা স্বেচ্ছাশ্রমে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দেয়।
এতে অংশ নেয় ধুনট উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকন, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সনেট সরকার, সাধারণ সম্পাদক আলকারিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম শেখ, সহ সভাপতি সাব্বির হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিল উদ্দিন, সাধারণ সম্পাদক বাধন শেখ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।