স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। রবিবার (০৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন চর হামজানি এলাকার মৃত রহিজ উদ্দিন ভূইয়ার ছেলে খাদেমুল ইসলাম (৬০) ও সিরাজগঞ্জ জেলা সদরের চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে আব্দুল রশিদ পল্টু (৫০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।