স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী জাকির হোসেন ওরফে জুলহক (৩০), কে গ্রেফতার করে র্যাব-১২ একটি দল। সোমবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জাকির হোসেন ওরফে জুলহক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন চালা এলাকার আবুল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ, র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেন ওরফে জুলহকের বিরুদ্ধে গত ৬ মে উল্লাপাড়া থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। এর পর থেকে সে পলাতক ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর উল্লাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।