আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী-হরিনাথপুর রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি রেখে সংস্কার কাজ শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এবিষয়ে গত ৫ মে দৈনিক চাঁদনী বাজার পত্রিকা ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধানবার্তা ও কলমের বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে “রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে পিচ ঢালাই” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ৫ দিন পর বিদ্যুতের সেই খুঁটি সরানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বস্তি প্রকাশ করেছেন সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও স্থানীয়রা।
সোনামুখী বাজারের ব্যবসায়ী মুঞ্জু মিয়া জানান, রাস্তা সংস্কারের সময় অনেকেই আপত্তি করেছেন, কিন্তুএই বিষয়ে কর্ণপাতই করেননি মেসার্স নূর এন্টারপ্রাইজ। বরং তারা দ্রুত কাজ শেষ করে চলে যায়।
মাদ্রাসা শিক্ষক নাবিল ইসলাম জানান, রাস্তাদিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করতো, যার ফলে দূর্ঘটনার আশংকা ছিল। দ্রুত অপসারণের জন্য বিদ্যুৎ অফিসকে ধন্যবাদ জানাই।
পাঁচগাছি গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক মোশররফ জানান, আমরা নিয়মিত যাতায়াত করি। রাস্তার সংস্কার হলেও বৈদ্যুতিক খুঁটি আমাদের চলার পথে বাঁধা হয়েছিল। যেকোনো সময় বড় দূর্ঘটনা ঘটতে পারতো। বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ এতো দ্রুত খুঁটিটি অপসারণের জন্য।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো অপসারণের আবেদন করেনি। জনস্বার্থ বিবেচনায় খুঁটিটি অপসারণ করা হয়েছে।