স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মায়ের নামে ‘খাদিজা হাবিব হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ চালু করেছেন এমপি পুত্র আসিফ ইকবাল সনি। সোমবার (১৫ মে) ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা গ্রামে ওই মাদ্রাসাটির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। উদ্বোধন শেষে দোয়া করা হয়। এসময় তার ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি সহ দলীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
তবে শুধু মাদ্রাসা ও এতিমখানাই নয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন ধুনট-শেরপুর আসনের এমপি হাবিবর রহমান। শিক্ষানুরাগি এই ব্যক্তি তার বাবার নামে ‘মোজাহার আলী শিক্ষা কমপ্লেক্সের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়েছেন। তিনি সেই শিক্ষা কমপ্লেক্সে যুক্ত করেছেন হাবিবর রহমান ডিগ্রী কলেজ, মোজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, অবিরননেছা কল্যাণ ট্রাস্ট ও অহি-অহন পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন সামাজিক সংগঠন।