স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম ভূইয়া (১৭) আত্মহত্যা করেছে। বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকার ভাড়া বাসা থেকে ওই ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত ছাত্রলীগ নেতা নাঈম ভূইয়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।
এবিষয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সনেট জানায়, পড়ালেখা করার সুবাদে নাঈম তার বাবা মায়ের সঙ্গেই বগুড়ার মাতলীনগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতো। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে এবিষয়টি জানা নেই।
এদিকে ছাত্রলীগ নেতা নাঈম ভূইয়ার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।