আনোয়ার হোসেন, বগুড়া থেকে:অনুসন্ধানবার্তা
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে বগুড়া চারমাথা বাসস্ট্যান্ড জামে মসজিদে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, মাওলানা ফজলুর রহমান, হাফেজ ছানাউল্লাহ, হেলাল উদ্দিন সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।