স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবিন মেহতা রোমেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই যুবক কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ জাবিন মেহতা রোমেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।