স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশে সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে। আজ গ্রামে শহরের নাগরিক সুবিধা পৌঁছে যাচ্ছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত করতেই নানা চক্রান্তে লিপ্ত বিএনপি জামাত জোট। তারা আবারো দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট করতে চায়। এদের অপতৎপরতা রুখে দিতে দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২০ মে) বিকেলে বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন স্বরাজ, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, এম সুলতান আহমেদ, নজরুল ইসলাম বিটুল, শরিফুল আলম শিপুল, অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, শেখ এজাজুল হক ডনেল, বাপ্পি কুমার চৌধুরী, মাইসুল তোফায়েল কোয়েল, প্রভাষক নাসিরউদ্দিন নান্নু, প্রভাষক কাওছার হামিদ রুবেল, তানভীর হাবীব খান শাওন, জাকারিয়া আদিল, বাদশাহ আলমগীর, অধ্যক্ষ মোমিনুল ইসলাম চৌধুরী লিটন, প্রভাষক এম এ মজিদ, আনন্দ কুমার দাস, মোশারফ হোসেন বুলবুল, মোমিনুল ইসলাম হোসেন প্রমুখ।