স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় গৃহবধু জীবন নাহার হত্যা মামলার এজাহারনামীয় ৪নং আসামী কনক (২৯) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃত ওই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী কনক বগুড়া জেলা সদরের কুটুরবাড়ি মধ্যপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ মে বগুড়া সদর থানাধীন কুটুরবাড়ী মধ্যেপাড়া এলাকার পলাশ মিয়ার স্ত্রী জীবন নাহারকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জীবন নাহারকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গত ১৮ মে নিহতের স্বামী পলাশ মিয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামীসহ এজাহারনামীয় অনান্য আসামীদের সঙ্গে বাদীর জমি-জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিলো। একারনেই তারা ওই গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে। তিনি বলেন, মামলার অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।