স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ষাঁড় গরুর শিংয়ের আঘাতে আপেল মাহমুদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল ছাত্র উপজেলার উলুর চাপড় গ্রামের শামীম হোসেনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে আপেল মাহমুদ (১৪) তার বাড়ির পাশের মাঠে বেধে রাখা ষাঁড় গরুটি নিতে যায়। তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে গরুটি ছোটাছুটির এক পর্যায়ে আপেল মাহমুদের পেটে শিং দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে মৃতদেহ বিনাময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।