স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাহালু উপজেলা শাখার সভাপতি জনাব পিএম বেলাল হোসেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব খ. ম শামছুদ্দোহা শামীম শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুপচাচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একারনে উপজেলা যুবলীগের কমিটিতে তাদের পদ শুন্য হয়েছে। তাই আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক কাহালু উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: গোলাম ফেরদৌস কে ভারপ্রাপ্ত সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জনিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ মে) বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এক যুক্ত বিবৃতিতে জানান, বগুড়ার কাহালু, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে শূণ্যপদে গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব প্রদান করা হয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভুমিকা পালন করবেন বলে আশা করছি।