আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুর পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকায় নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, ভবন নির্মাণকারী ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমূখ।