স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা সেবা চালু করেছে বিএনপি। বগুড়া জেলা বিএনপির উদ্দ্যেগে বগুড়া অ্যাজমা কেয়ার সেন্টারে ভ্যাব বগুড়া জেলা, শহর ও শজিমেক শাখার সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, ভ্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ভ্যাব শজিমেক শাখার সভাপতি ডাঃ আফসারুল হাবিব রোজ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল কাদির এনাম, ভ্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুসহ নেতৃবৃন্দ।
এছাড়া মঙ্গলবার বাদ যোহর বগুড়া জেলার বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্টারে দোয়া মাহফিল ও শিববাটি অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও পূর্ব পালশা সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের মঝে খাবার বিতরণ এবং বিকাল ৫ টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।