অনুসন্ধানবার্তা ডেস্ক:
২০২৩–-২৪ অর্থবছরের বাজেটে পকেট খালি হচ্ছে ধূমপায়ীদের। এই বাজেটে সকল সিগারেটের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদে ২০২৩–-২৪ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সিগারেটে কর বাড়িয়ে অর্থমন্ত্রী বাড়তি ছয় হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারন করেছেন।
এছাড়া বাড়ানো হচ্ছে জর্দা-গুলের দামও। তবে বিড়িতে নতুন করে কর বাড়ানোর প্রস্তাব করেননি অর্থমন্ত্রী।
সিগারেটের মূল্যস্তর চারটি। নিম্নস্তরে মূল্য (ডার্বি) ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা, মধ্যমস্তরে (স্টার, নেভি) ৬৫ থেকে বাড়িয়ে ৬৭, উচ্চস্তরে (গোল্ডলিফ) ১১১ টাকা থেকে বাড়িয়ে ১১৩ এবং অতি উচ্চস্তরে (বেনসন, মার্লবোরো) ১৪২ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ২০২০–-২১ অর্থবছরে বিড়ির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল। তাই এবারের বাজেটে না বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে বিদায়ী অর্থবছরের (২০২২–-২৩) বাজেটে এ খাতে অতিরিক্ত করারোপ করা হয়।