স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অটোভ্যান চুরির দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধুনট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং অটোভ্যানটি উদ্ধার করে।
এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার ভান্ডারবাড়ী আব্দুর রশিদের ছেলে মিনু মিয়া (৩৬) ও কাজিপুর উপজেলার মেঘাই পশ্চিমপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শাকিল (২৪)।
থানাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার মানিক পোটল গ্রামের মৃত আফজাল মন্ডলের ছেলে আব্দুর সোবাহান ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত সোমবার দুপুর ২টার সে তার অটোভ্যানটি মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালা দিয়ে বাড়িতে খাওয়া-ধাওয়া করতে যায়। পরে সে ফিরে এসে দেখে তার অটোভ্যানটি সেখানে নেই। এঘটনায় ভ্যান চালক আব্দুর সোবাহান বাদী হয়ে ধুনট থানায় আজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জিডি দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালানোর একপর্যায়ে অটোভ্যানটি উদ্ধার এবং জড়িত দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।