কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭পরিবারের বসতঘরসহ মোট ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধায় হঠাৎ আহাদ বক্সের ছেলে জালালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে জালালের ভাই নিজাম উদ্দিন, ফরিদুল ইসলাম ও গোলাম হোসেন ছাড়াও প্রতিবেশী মতিয়ার, লুৎফর এবং রসুল বক্সের বসতঘর সহ মোট ১৬টি ঘর পুড়ে যায়। তবে প্রতিবেশীদের সহায়তায় গবাদিপশু ও সামান্য কিছু আসবাবপত্র রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কাজিপুর স্টেশন ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ঘটনাস্থল পরিদর্শনকালে সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি উপজেলা পরিষদ, প্রশাসন এবং সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ব্যবস্থা নেয়া হবে।