স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে মনোনীত হয়েছেন ধুনট থানার এসআই অমিত বিশ্বাস শনিবার বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাটাগরীতে তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই অমিত বিশ্বাস গত ২ বছর আগে বগুড়ার গাবতলী থানা থেকে ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর ধুনট উপজেলায় মাদক উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটন ও পলাতক আসামী গ্রেফতার সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন বার বিশেষ সম্মাননা পেয়েছেন। এসআই অমিত বিশ্বাস খুলনা জেলার বাসিন্দা।