বগুড়ায় মৃত পরিবহন মালিক শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পরিবহন মালিক শ্রমিকদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ৪৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুদানের চেক প্রদান করা হয়।

বগুড়া শহরের চারমাথা সেফওয়ে মোটেলে সংগঠনের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমিনুল হক, মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সভায় চারজন মৃত পরিবহন মালিক, ২ জন চেইন মাষ্টারসহ মালিক সমিতির সদস্যদের মাঝে ৪৩ লাখ টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।

বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরই মৃত মালিক, শ্রমিকের মাঝে বার্ষিক সাধারন সভায় এ ধরনের অনুদান প্রদান করে আসছি আমরা। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।