শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদল হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন ওই গ্রামের মৃত কমর উদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, বাদল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এতে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় বাড়ির টেনে হাত দেয়ার সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।