ধুনটে ঘরে ঢুকে গৃহবধুকে শ্লীলতাহানী, লুঙ্গি খুলেই যুবকের পলায়ন

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঘুরে ঢুকে গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে রেজাউল (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার ওই গৃহবধু বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত রেজাউল কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আফতাব হোসেনের ছেলে।

মামলাসূত্রে জানাযায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চরনাটাবাড়ী গ্রামের জনৈক এক ব্যক্তির স্ত্রী (২২) গত ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে ঘরে শুয়ে পড়েন। এদিকে ওই ঘরে আগে থেকেই লুকিয়ে অবস্থান করছিল রেজাউল। বিষয়টি ওই গৃহবধু টের পেয়ে ডাকা ডাকি করার চেষ্টা করলে রেজাউল তার মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতরস্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করতে থাকে। একপর্যায়ে গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রেজাউল তার পড়নের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইলফোন রেখেই দৌড়ে পালিয়ে যায়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।