ধুনটে প্রবাসী প্রেমিকের উপর অভিমান করে ডিভোর্সি নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে সৌদি প্রবাসী প্রেমিকের উপর অভিমান করে করে মিতু খাতুন (২০) নামে এক ডিভোর্সি নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে ধুনট থানাধীন বেড়েরবাড়ি গ্রামের বাবার বসতবাড়ির গোয়াল ঘরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার বেড়েরবাড়ি আকন্দ পাড়া এলাকার ইউনুছ আলীর মেয়ে মিতু খাতুনের (২০) সঙ্গে বেড়েরবাড়ি পাইকরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাতুলের (২৪) সঙ্গে পরোকীয়া প্রেমের কারনে প্রায় দুই বছর পূর্বে তার স্বামী তাকে ডিভোর্স দেয়। এরপর বাবার বাড়িতে থেকে মিতু খাতুন তার প্রেমিক রাতুলের সঙ্গে যোগাযোগ করে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু দেড় বছর আগে প্রেমিক রাতুল সৌদি আরবে যাওয়ার পর থেকেই প্রেমিকা মিতু খাতুনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আর এতেই ক্ষুদ্ধ হয়ে সে রবিবার বিকালে তার বাবার বাড়ির গরুর গোয়াল ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় ধুনট থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।