ধুনটে স্কুল ছাত্রীর নগ্ন পোস্টার লাগানো সেই শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর নগ্ন ছবি তৈরী করে পোস্টার লাগানো সেই প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার একপর্যায়ে সেই লম্পট শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছুর রহমান ছোট এলাঙ্গী গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আনিছুর রহমান (২৮) ধুনট পৌর এলাকার সিকতা সিনেমা হলের পিছনে নুরুন্নবী হোসেন নামে এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে প্রাইভেট পড়িয়ে আসছিল। গত এক বছর ধরে পরধুনট গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী (১৫) ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো।

এদিকে প্রাইভেট পড়ার সুবাদে মেয়েটিকে প্রায়ই বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান। কিন্তু এতে রাজি না হওয়ায় গত ৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে প্রাইভেট পড়ানো শেষে অন্যরা চলে যাওয়ার পর শিক্ষক আনিছুর রহমান মেয়েটিকে একা পেয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর বিভিন্নস্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। পরে এঘটনাটি মেয়েটি তার পরিবারকে জানালে প্রাইভেট পড়া বন্ধ করে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৭ জুন প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান পর্ণোগ্রাফির মাধ্যমে ওই ছাত্রীর নগ্ন ছবি তৈরী করে পোস্টার বানিয়ে গ্রামের বিভিন্ন বাড়ির দেয়ালে, বৈদ্যুতিক পিলারে ও মসজিদের দেয়ালে লাগিয়ে দেয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৯ জনু প্রাইভেট শিক্ষক আনিছুর রহমানকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকেই থেকেই সে পলাতক ছিল। বিভিন্ন স্থানে অভিযযানের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।