ধুনট ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন
বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করেন জোন প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ২৪ ঘন্টাই টাকা উত্তোলন ও জমা প্রদানের লক্ষ্যে সিআরএম বুথ চালু করেছে ইসলামী ব্যাংক। বুধবার (২১ জুন) দুপুরে ধুনট বাজারের ইছামতি ডিজিটাল কমপ্লেক্সে ও ধুনট প্লাজায় পৃথক দুটি সিআরএম বুথের উদ্বোধন করেন বগুড়া ইসলামী ব্যাংকের ম্যানেজার, জোন প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আফজাল হোসেন।

ধুনট ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ নূরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী হিন্দোল, জিএম সম্রাট প্রমূখ।