স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামে এক নববধুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ৩টার দিকে খোকসাগাড়ী বিলের পাশে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু খামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের রনির স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই গৃহবধুর বাড়ি দিনাজপুরে। সম্প্রতি শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে তার বিয়ে হয়। গত দুই মাস হলো সেখানে সে ঘর সংসার করছে। বুধবার দুপুরে বিলের ভিতর হাঁস আনতে যায়। এ সময় হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এবিষয়ে ইউপি সদস্য মিলন হোসেন জানান, দুপুরের দিকে আবহাওয়া মেঘাছন্ন দেখে বিলের ভিতর থেকে হাঁস আনতে যায়। তখন বজ্রপাতে তার মৃত্যু হয়।
শেরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।







