স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম।
আওয়ামীলীগ নেতা মহসীন আলম জানান, ২৩ জুন শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধুনট উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তন্মধ্যে শুক্রবার সকাল ১০টায় র্যালী ও শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহসীন আলম আরো জানান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সকল নেতাকমীকে যথাসময়ে উপস্থিত থাকারও আহবান জানান তিনি।