স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য বিক্রিকালে কান্তনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনজু বথুয়াবাড়ি এলাকার আজিবর রহমানের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময় ধুনট থানা পুলিশের একটি দল তাকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।