স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হেরোইনসহ টুটুল শেখ (২৮) নামে এক মাাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। শনিবার রাতে ধুনট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল শেখ ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া এলঅকার শুকুর আলী শেখের ছেলে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত টুটুল শেখের বিরেুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তন্মধ্যে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে। এঘটনায় পৃথক মামলা দায়েরের পর বগুড়ার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।