সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ জুন গভীর রাতে উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার নাটমরিচাই গ্রামে এই চুরির ঘটনা ঘটে।পুলিশ সদস্যের ভাই রুহুল আমিন এঘটনায় রবিবার রাতে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানাযায়, উপজেলার ধামাহার (নাটমরিচাই) গ্রামের মৃত: আজিম উদ্দিন এর ছেলে পুলিশ সদস্য এসআই নুরুল ইসলাম (এস.বি) ঢাকায় কর্মরত আছেন। গত ২৩ জুন তার স্ত্রী করুনা বেগম ঈদ কাটাতে গ্রামের বাড়িতে আসনে। ২৪ জুন বিকালে তিনি বাড়িতে কুরবানী জন্য ৬০ হাজার টাকা ও বাড়ীর প্রাচীর নির্মাণ করার জন্য ২ লক্ষ ও তার ব্যবহৃত প্রায় ৩ ভরী ওজনের স্বর্ণালংকার তাদের শয়ন কক্ষে রেখে পিতার বাড়ি কালিপাড়াগ্রামে যান। ২৫ জুন ভোর সাড়ে ৫টায় পুলিশ সদস্য ভাই রুহুল আমিন দেখতে পান তার ভাইয়ের শয়ন কক্ষের জানালার গ্রীল কাটা এবং ঘরের ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে।
এব্যাপারে পুলিশ সদস্যর ভাই রুহুল আমিন বলেন, আমি ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় দেখতে পাই আমার ভাইয়ের ঘরের জানালার গ্রীল কাটা ও ঘরের আসবাবপত্র এলোমেলো। আমি তাৎক্ষনিক ভাবে ডাক চিৎকার করলে আমার প্রতিবেশীরা এগিয়ে আসে। অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার ভাইয়ের বাড়ি থেকে স্বর্ণালংকার সহ ২ লক্ষ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয় হবে।