স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ৫৬টি মাদ্রাসা, লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জি.আর প্রকল্পের আওতায় ৬৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গোসাইবাড়ী সরকারি খাদ্য গুদামে ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আফসার আলী, আবু তালেব, সিরাজুল হক লিটন, লুৎফর রহমান, যুবলীগ নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি প্রমূখ।