বগুড়ায় সিএনজি-ভটভটির সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৭ জুন) সকালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, মঙ্গলবার সকালে এরুলিয়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। তার বয়স আনুমানিক ৪/৫ বছর। এ ঘটনায় গুরুতর আহত হয় চারজন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত অন্যদের অবস্থাও আশংকাজনক।

তবে বগুড়া ছিলিমপুর মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, নিহতদের মধ্যে অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৩০), শিশু আশামনি (৭) ও খাদিজা (৩)। নিহত দুই শিশু গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের মেয়ে। দূর্ঘটনায় গুরুতর আহব অবস্থায় রাশেদ শেখ (৩০) ও তার স্ত্রী জোস্না বেগম (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।