স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাবানা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় তার স্বামী আব্দুল আলীম গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এদূর্ঘনাটি ঘটেছে। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ জানান, শাবানা তার স্বামী আব্দুল আলিমের মোটরসাইকেলযোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাবানার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত আলিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
ওসি আব্দুল ওয়াদুদ আরো জানান, তবে ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।