স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতায় লালমনিরহাট নারী ফুটবল একাডেমীকে ০/১ গোলে পরাজিত করে ফরিদপুর নারী ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
শনিবার (১ জুলাই) বিকালে মথুরাপুর ইউনিয়নের জিএমসি ডিগ্রি কলেজ মাঠে এসএল ডেকোরেটরের সৌজন্যে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৫০ টাকা এবং ১০০ টাকা প্রবেশ টিকিট নিয়ে প্রায় হাজারো দর্শনার্থী এই নারী ফুটবলারদের খেলাটি উপভোগ করেছেন। বিকাল ৫টায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, আ’লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম, আ’লীগ নেতা আফসার আলী, রানাউল আমিন, মথুরাপুর সাবেক ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মর্তুজা, রুবেল তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি প্রমূখ।