কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সৃষ্ট স্রোতের ফলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর স্পারে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার ভোর থেকে এ ভাঙন শুরু হয়ে স্পারের প্রায় ১শ ফুট ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে।
সরেজমিন দেখা গেছে, কাাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর স্পারের উত্তর পাশ থেকে ভেঙে প্রায় ১শ ফুট যমুনায় বিলীন হয়েছে। ভাঙন রোধে সকাল থেকেই বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে। তবে সাড়ে এগারোটার দিকে মুষলধারে বৃষ্টি হলে কাজে কিছুটা ভাঁটা পড়ে। এতে ভাঙন ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোর রাতে স্পারের মাথায় ফাটল ধরে। পরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিদর্শনে আসেন। পরে পানি উন্নয়ন বোর্ডকে জানালে সঙ্গে সঙ্গেই জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়।
স্থানীয় দোকান্দার সাইফুল ইসলাম বলেন, আমি ভোরে দোকানে এসে দেখি ওখানে অনেক মানুষ। পরে গিয়ে দেখি চাপ ধরে ভেঙে যাচ্ছে। মেঘাইয়ের বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার বলেন, ‘আমরা সকাল থেকেই ভাঙন স্থানে আছি। এমপি মহোদয়কে জানানো হয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ, সিসি ব্লক ফেলা হচ্ছে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ডাম্পিং এর কাজ শুরু করেছি। খুব দ্রুতই ভাঙন রোধ হবে।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসি। পরে ডিসি স্যার ও পানি উন্নয়ন বোর্ডকে জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। যতক্ষণ পর্যন্ত ভাঙন পুরোপুরি না বন্ধ হবে জিও ব্যাগ ও সিসি ব্লক ডাম্পিং করা হবে।’
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ‘রাত থেকেই আমি এখানে খোঁজ রাখছি। নিজে অনেক রাত পর্যন্ত থেকেছি এই স্পারে। কাজিপুরের প্রাণ মেঘাই ১ নম্বর স্পারটি। এটি রক্ষা করা না গেলে কাজিপুর হুমকির মুখে পড়বে। ভাঙন রোধে কাজ চলছে।