ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে মাহিম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু মাহিম ওই গ্রামের মাসুদ প্রামানিকের ছেলে।
থানাপুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে মাসুদ প্রামানিকের স্ত্রী মোরশিদা খাতুন তার ছেলে মহিমকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ছাগল বেধে রেখে আসে। কিছুক্ষন পর শিশুটি সবার অজান্তে ওই পুকুরের পানিতে গোসল করতে যায়। এদিকে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার বাবা ও মা এবং প্রতিবেশী সহ আশেপাশে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে শিশুটির দাদি মিলি খাতুন ওই পুকুরে গোসল করার জন্য গেলে তার পায়ের সাথে ধাক্কা লাগে। পরে শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে তাৎক্ষণিক ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। কিন্তু এবিষয়ে কারো অভিযোগ বা সন্দেহ না থাকায় আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিনা ময়না তদন্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে ধুনট থানা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।