ধুনটে বাল্য বিবাহ রোধকল্পে জনসচেতনতামূলক সভা
বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে শিক্ষা ক্ষেত্রে আওয়ামীলীগ সরকারের অবদান এবং বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বিদ্যালয়ের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট ইউএনও জানে আলম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ম্যানেজিং কমিটির সভাপতি ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম।

আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট থানার এসআই আব্দুল খালেক, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, এমএ তারেক হেলালসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।