স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলম।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লাল মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট থানার এসআই আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাবেক সভাপতি সাহা সন্তোস প্রমূখ।
সভায় ধুনট বাজারের যানজট নিরসন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, সমস্যা ও সমাধান সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।